আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা অন্যান্য আসামি হলো সাবেক মন্ত্রী ফারুক খান, সাবেক মন্ত্রী দিপু মনি, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক উপদেষ্টা তৌফিক এলাহী।
সাবেক মন্ত্রী শাহজাহান খান, সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে ।
এছাড়াও একই মামলায় ট্রাইব্যুনালে হাজির করা কথা ছিল সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে। তবে অন্য এক মামলায় আব্দুর রাজ্জাক রিমান্ডে থাকার কারণে হাজিরার জন্য তাকে আনা হয়নি।