দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও এটকোর সাধারণ সম্পাদক আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর পুলিশ। রোববার (১৭ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
গণঅভ্যুত্থানে আহত সজিব নামে এক শিক্ষার্থীর করা হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আজ সকালে তাকে আদালতে তোলা হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। এছাড়াও তার নামে দুর্নীতি দমন কমিশনের করা মামলা তদন্তাধীন রয়েছে।