সাতক্ষীরায় ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

অপরাধ ও আদালত
0

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমানা দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এসময় তার কাছ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার হয়েছে। যার মূল্য ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা।

আটক হওয়া স্বর্ণ চোরাকারবারির নাম রাশেদুল ইসলাম (২৪)। সে জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আনিছ জামানের ছেলে। 

আজ (শনিবার, ৯ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়নের কাকডাঙ্গা বিওপির এসআইপি’র সদস্য নায়েক মো. হরমুজের নেতৃত্বে অভিযান চালিয়ে ১ কেজি ১০৯ গ্রাম ওজনের ৬ টি স্বর্ণেরর বারসহ রাশেদুল ইসলামকে আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক শনিবার (৯ নভেম্বর)  প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আটককৃত স্বর্ণের ওজন ১ কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম। যার মূল্য ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা।'

বিজিবি অধিনায়ক আরো জানান, এসময় ১টি ভ্যান যার মূল্য ৮০হাজার টাকা ও ২০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল উদ্ধার করা হয়। যার  সর্বমোট মূল্য ১ কোটি ৩৫ লক্ষ ৮৬ হাজার ১৮৬ টাকা।

ইএ