অপরাধ ও আদালত
0

সাতক্ষীরায় ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমানা দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এসময় তার কাছ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার হয়েছে। যার মূল্য ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা।

আটক হওয়া স্বর্ণ চোরাকারবারির নাম রাশেদুল ইসলাম (২৪)। সে জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আনিছ জামানের ছেলে। 

আজ (শনিবার, ৯ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়নের কাকডাঙ্গা বিওপির এসআইপি’র সদস্য নায়েক মো. হরমুজের নেতৃত্বে অভিযান চালিয়ে ১ কেজি ১০৯ গ্রাম ওজনের ৬ টি স্বর্ণেরর বারসহ রাশেদুল ইসলামকে আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক শনিবার (৯ নভেম্বর)  প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আটককৃত স্বর্ণের ওজন ১ কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম। যার মূল্য ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা।'

বিজিবি অধিনায়ক আরো জানান, এসময় ১টি ভ্যান যার মূল্য ৮০হাজার টাকা ও ২০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল উদ্ধার করা হয়। যার  সর্বমোট মূল্য ১ কোটি ৩৫ লক্ষ ৮৬ হাজার ১৮৬ টাকা।

ইএ