অপরাধ ও আদালত
0

কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য মঈন আব্দুল্লাহ গ্রেপ্তার

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ'র ভাই ও আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈন আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ (শনিবার, ২৬ অক্টোবর ) ভোরে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা রয়েছে। মঈন আব্দুল্লাহ কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য ছিল।