দেশে এখন
অপরাধ ও আদালত
0

অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক মাহমুদুর রহমানের জামিন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমান। আজ (বৃহস্পতিবার, ৩ অক্টোবর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আসসাম জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিন শুনানি শেষে তার আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ জানান, 'শুধু হয়রানির উদ্দেশে এই মামলা। মামলার এজাহারে কোথাও মাহমুদুর রহমানের নাম নেই। সেসময় অন্য মামলায় কারাগার থেকে তিনি যাতে বের হতে না পারেন তাই এই মামলা দায়ের করা হয়েছিলো।'

কীভাবে হত্যাচেষ্টা করেছেন তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিলো না বলেও জানান তার আইনজীবী। বলেন, তিনি শিগগিরই কারাগার থেকে মুক্তি পাবেন।

এর আগে, গত ২৯শে সেপ্টেম্বর সাংবাদিক মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠান।

তার বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় ২০২৩ সালের ১৭ই আগষ্ট আলাদা দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট।

এএইচ