আজ (শনিবার, ২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরাফাতুর রাকিবের আদালতে হাজির করা হয়। এরপর নতুন করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
এসময় আদালতে বাদীপক্ষের আইনজীবীরা ওমর ফারুক ফারুকী বলেন, প্রথম দফায় রিমান্ডে হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু কোনো তথ্য পাওয়া যায়নি, তাই তাকে নতুন করে ৫দিনের রিমান্ড প্রয়োজন। তবে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ডের বিরোধিতা করে জামিন চান। তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। শুধু রাজনৈতিক কারণেই তাদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে সেলিম আলতাফ জর্জকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। এর পরদিন আদালতে তুলে ৫ দিনের রিমান্ড চাইলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই দুপুর একটার দিকে মোহাম্মদপুর থানাধীন নূরজাহান রোডে প্রাইমারি স্কুলের সামনে গুলিবিদ্ধ হন রনি। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তার মা মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন।