সভায় উপস্থিত ছিলেন রাকসুর সভাপতি উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব, রাকসুর কোষাধ্যক্ষ প্রফেসর সেতাউর রহমান, রাকসুর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বিরসহ অন্যান্য নির্বাচিত প্রতিনিধিবৃন্দ।
বৈঠকের শুরুতে উপাচার্য নবনির্বাচিত প্রতিনিধিদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের কল্যাণে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এবং গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন:
উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা বিনিময় শেষে প্রতিনিধি দল তাদের প্রাথমিক কর্মপরিকল্পনা, অগ্রাধিকারভিত্তিক করণীয় এবং রাকসুর ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা উপস্থাপন করেন। বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় আগামী ৪ নভেম্বর রাকসুর প্রথম আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হবে।
রাকসুর দপ্তর ও প্রশাসনিক কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে চালু করা হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে পরবর্তী সভায় বিস্তারিত আলোচনা করা হবে।
সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ রাকসুকে একটি কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ছাত্রসংসদ হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।




