এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘বিপর্যয়কর ও জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ’। এদিন সকাল সাড়ে ৯টায় মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি মানসিক স্বাস্থ্য কেন্দ্র চত্বর থেকে শুরু হয়ে সিনেট ভবনে যায়। এরপর সিনেট ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কর্মশালা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান ও রাজশাহী মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের প্রধান ডা. শেখ মো. আবু হেনা মোস্তফা আলীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রাবি মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোহা. এনামুল হক আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় মুখ্য আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রাক্তন সভাপতি এবং স্টুডেন্ট কাউন্সেলিং অ্যান্ড গাইডেন্স অফিসের পরিচালক অধ্যাপক মেহজাবীন হক ‘থ্রাইভিং থ্রো দ্যা চ্যালেঞ্জেস অব স্টুডেন্ট লাইফ’ শীর্ষক বক্তৃতা দেন।
মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ও মানসিক স্বাস্থ্য কেন্দ্রের প্রধান মনোবিজ্ঞানী মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন।
বেলা আড়াই টায় সিনেট ভবনে অনুষ্ঠিত হয় কর্মশালা। ‘ট্রমা ইনফরমড অ্যাপ্রোচ ইন এডুকেশন’ শীর্ষক এ কর্মশালা পরিচালনা করেন অধ্যাপক মেহজাবীন হক।




