এসময় উপস্থিত ছিলেন মেয়র ডা শাহাদাত হোসেন। ওয়ার সিমেট্রির ঐতিহাসিক গুরুত্ব, সংরক্ষণ ব্যবস্থা, নান্দনিক পরিবেশগত দিক নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে এ অঞ্চলে নিহত বিভিন্ন দেশের সৈনিকদের মরদেহ সমাহিত করা আছে। তাই সিমেট্রিতে শ্রদ্ধা জানাতে প্রতিবছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিহতদের স্বজন ও বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা ছুটে আসেন।
আজ রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চট্টগ্রাম নগরীর নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা ও নাগরিক সেবা খাতে ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন।
এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন রাষ্ট্রদূতকে বলেন, ‘নাগরিক সেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে বিশ্বমানের প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগানো প্রয়োজন।’
মেয়র আরও বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী চট্টগ্রাম সিটি করপোরেশন।’





