ঢাকা-চট্টগ্রাম মাহসড়কে পণ্যবাহী ট্রাক উল্টে নিহত ১, আহত ২

ট্রাক উল্টে রাস্তায় পড়ে যায় সিলিন্ডার
ট্রাক উল্টে রাস্তায় পড়ে যায় সিলিন্ডার | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি উল্টে ঘটনাস্থলে এক পথচারী ভিক্ষুক নিহত হয়েছে৷ গুরতর আহত হয়েছে ট্রাকটির চালক ও হেলপার। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় মিরসরাইয়ের নিজামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার বাসিন্দা। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ট্রাকটি গ্যাস সিলিন্ডার নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম আসছিলো। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিয়ে মুহূর্তে উল্টে যায় ৷

আরও পড়ুন:

এসময় পথচারীকে সড়ক বিভাজকের সাথে সজোরে ধাক্কা দিলে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে সিলিন্ডারগুলো। এতে কিছুটা আতংক ছড়িয়ে পড়ে এলাকায়। এছাড়া চট্টগ্রামমুখী লাইনটি বন্ধ হয়ে যাওয়ায় যানজট দেখা দেয়।

ইএ