জয়পুরহাটে দুঃস্থদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ-চিকিৎসা সেবা

জয়পুরহাটে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি
জয়পুরহাটে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি | ছবি: এখন টিভি
0

জয়পুরহাটে শীতার্ত ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন। আজ (শনিবার, ১০ জানুয়ারি) দুপুরে শহরের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় বিনামূল্যে চিকিৎসা সেবাও দেয়া হয় তাদেরকে। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন।

আরও পড়ুন:

এছাড়া আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী। এসময় ৩০০ জনের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।

এসএইচ