সীমান্তে নিহত রবিউলের মরদেহ ফেরত দিলো বিএসএফ

মরদেহ ফেরত দিলো বিএসএফ
মরদেহ ফেরত দিলো বিএসএফ | ছবি: এখন টিভি
1

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হওয়ার পর নিহত রবিউল ইসলামের মরদেহ বাংলাদেশে ফেরত দেয়া হয়েছে। গতকাল (সোমবার, ৫ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক শেষে মরদেহটি হস্তান্তর করা হয়।

নিহত রবিউল ইসলাম সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে।

৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিএসএফের দাবি অনুযায়ী তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং আটক অবস্থায় অসুস্থ হয়ে মারা যান।’

আরও পড়ুন:

নিহতের মা সেফালি বেগম বলেন, ‘দুইদিন আগে বিকেলে বাড়ি থেকে বের হয় রবিউল। রাতে বাড়িতে আসেনি। সকালে উঠে শুনি বিএসএফের গুলিতে আমার ছেলে নিহত হয়েছে। তবে বিকেল থেকেই আসে অন্য খবর। আমার ছেলেকে মারধর করে মারা হয়েছে। বিএসএফ এ নির্যাতন করেছে। আমি এ ঘটনার বিচার চাই।’

এর আগে গত শনিবার (৩ ডিসেম্বর) রাতে রবিউল ইসলাম সীমান্ত অতিক্রম করে ভারতে যান। পরদিন রোববার (৪ জানুয়ারি) ভোরে তিনি বিএসএফের হাতে আটক হন। পরে পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

এসএস