নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

দুর্ঘটনায় নিহতদের স্বজনরা
দুর্ঘটনায় নিহতদের স্বজনরা | ছবি: এখন টিভি
0

নাটোরের গুরুদাসপুরে পাওয়ার ট্রলির সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। আজ (শনিবার, ৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে নাজিরপুর–নাটোর আঞ্চলিক সড়কের জলারকান্দি এলাকায় পাওয়ার দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলেই হায়দার ও আফছার আলী নামে দুই দিন মুজুরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

নিহত দুজন গুরুদাসপুর উপজেলার নাজিরপুরের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এএম