রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে হাটে ট্রাক, চাপা পড়ে নিহত ৪

সড়ক দুর্ঘটনার প্রতীকী
সড়ক দুর্ঘটনার প্রতীকী | ছবি: এখন টিভি
1

রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে ঝলমলিয়া কলার হাটে বালুবাহী ডামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাটের মধ্যে উল্টে গেছে। এ ঘটনায় ট্রাকে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা গেছে চারজন। আহত হয়েছে অন্তত দশজন। আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আনুমানিক সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা গটে। হাটের ব্যবসায়ীরা বলছেন সকালে নিয়মিত ভাবেই ঝলমলিয়ায় জনসমাগমে হাট শুরু হয়। সকাল সাড়ে সাতটার দিকে বালুবাহী একটি ডামট্রাক রাজশাহী থেকে নাটোর অভিমুখে যাচ্ছিলো এ সময় হাট এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটা মাছের ট্রাকের সাথে পেছনের দিকে ধাক্কা খায়। এতে মুহূর্তেই ট্রাকটি হাটের মধ্যে ঢুকে পড়ে উল্টে যায়।

আরও পড়ুন:

এতে অনেকে দৌড়ে পালাতে চেষ্টা করলেও চাপা পড়ে ঘটনা স্থলেই চারজনের মৃত্যু হয়। এছাড়া আহত হয় অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনটা স্থল থেকে চারজনের মরদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। ময়নাতদন্ত শেষে লাশ সনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ইএ