বনপাড়া হাইওয়ে পুলিশ জানায়, ভোরে বড়াইগ্রাম উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় মহাসড়কের উপর লোহার রডবাহী একটি দাঁড়িয়ে ছিল। এসময় নাটোরগামী একটি ফুড কোম্পানির কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছন ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক সোহাগ হোসেন এবং চারকের সহকারী এসআর বিপ্লবের মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ কাভার্ডভ্যান জব্দ করে থানায় নিয়ে আসে। নিহত সোহাগ নলডাঙ্গার বেলঘড়িয়া এবং এসআর বিপ্লব টাঙ্গাইলের নাগরপুর এলাকার বাসিন্দা বলে জানায় পুলিশ।





