আজ (রোববার, ২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে টাউন হল মোড়ের জুলাই চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে এতে যোগ দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, যুবশক্তি, খেলাফত মজলিশের নেতাকর্মীসহ ছাত্রজনতা।
এর পর বিকেল সাড়ে চারটার দিকে টাউন হল মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেয় আন্দোলনকারীরা। শ্লোগানে শ্লোগানে উত্তাল হয় পুরো এলাকা। এসময় হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবি জানানো হয়। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান বক্তারা।





