তারেক রহমানের প্রত্যাবর্তন: আনন্দের জোয়ার বইছে বগুড়ায়

তারেক রহমানের প্রত্যাবর্তন
তারেক রহমানের প্রত্যাবর্তন | ছবি: এখন টিভি
0

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আনন্দের জোয়ার বইছে বগুড়ায়। দীর্ঘ প্রতীক্ষার পর শিগগিরই নিজ জেলা বগুড়া যাবেন তারেক রহমান। নির্বাচন করবেন বগুড়া-৬ আসন থেকে। জেলাবাসী বলছেন, এই প্রত্যাবর্তনের মধ্যদিয়ে দেশে নির্বাচনি কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেছে।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যার স্বদেশ প্রত্যাবর্তন বাড়তি উচ্ছ্বাস ছড়িয়েছে বগুড়াবাসীর মাঝে।

প্রিয় নেতাকে বরণ করতে যেমন আনন্দের জোয়ার বইছে নেতাকর্মীদের মাঝে তেমনই সাজিয়ে তোলা হচ্ছে শহর। দৃষ্টিনন্দন করা হচ্ছে শহরের ডিভাইডার। রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মনোযোগী হয়ে উঠেছে স্থানীয় প্রশাসনও। নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই অপেক্ষার প্রহর গুনছেন বগুড়ার সন্তানকে বরণ করতে।

আরও পড়ুন:

জেলাবাসী বলছেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্যদিয়ে দেশে নির্বাচনি কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেছে। সেই সঙ্গে দীর্ঘ দেড়যুগে রাজনৈতিক প্রতিহিংসায় রাস্তাঘাট, শিল্প কলকারখানা বিশ্ববিদ্যালয়, রেল যোগাযোগসহ নানা উন্নয়ন থেকে বঞ্চিত বগুড়াবাসী আবারও উন্নয়নের স্বপ্ন দেখছেন।

তারেক রহমানের আগমন উপলক্ষে সাজানো হয়েছে বগুড়া শহরের রিয়াজ কাজী লেনের গ্রিন এস্টেট বাড়ি। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাড়িটি ২০০০ সালে সংস্কার করে গ্রিন এস্টেট হিসেবে গড়ে তোলেন তারেক রহমান। পরবর্তীতে ২০০১-২০০৭ সাল পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য মাঝেমধ্যেই বাড়িটিতে অবস্থান করতেন তিনি।

ইএ