খালেদা জিয়া আপস করলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন: খায়রুল কবির

বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন
বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন | ছবি: এখন টিভি
0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যদি আপস করতেন, তাহলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, ‘কিন্তু তিনি আপস না করে জনগণের জন্য লড়াই করে গেছেন।’

আজ (শনিবার, ৬ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে খায়রুল কবির খোকন আরও বলেন, ‘আজ দেশে ন্যায় বিচার ও গণতন্ত্রের প্রতিষ্ঠা হচ্ছে। পুরো জীবন বিপন্ন করে আজ খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দেশ ও দেশের বাইরের মানুষ খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছে।’

খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে তিনি বেগম জিয়ার বিগত জীবনের ত্যাগ ও গণতন্ত্র চর্চার কথা তুলে ধরেন। এ সময় নরসিংদী বড়বাজার বণিক সমিতি সহ মাধবদী ও নরসিংদীর চেম্বার অফ কমার্সের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এএইচ