আজ (শনিবার, ৬ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে খায়রুল কবির খোকন আরও বলেন, ‘আজ দেশে ন্যায় বিচার ও গণতন্ত্রের প্রতিষ্ঠা হচ্ছে। পুরো জীবন বিপন্ন করে আজ খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দেশ ও দেশের বাইরের মানুষ খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছে।’
খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে তিনি বেগম জিয়ার বিগত জীবনের ত্যাগ ও গণতন্ত্র চর্চার কথা তুলে ধরেন। এ সময় নরসিংদী বড়বাজার বণিক সমিতি সহ মাধবদী ও নরসিংদীর চেম্বার অফ কমার্সের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।





