নিহত জুনায়েদ মন্ডল (আড়াই বছর) উপজেলা সদর এলাকার আলী আজগর মন্ডল ও সাহেরা দম্পতির ছেলে। আর জামিল মন্ডল (দুই বছর) আলী আকবর মন্ডল ও তাসলিমা আক্তার দম্পতির সন্তান।
নিহত জামিলের নানী জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে দাদির সঙ্গে বাড়ির বাইরে ঘুরতে বের হয় জুনায়েদ ও তার চাচাতো ভাই জামিল। পরে দাদির অগোচরে তারা কালিগঙ্গা নদীর পাড়ে চলে যায়। কিছুক্ষণ পর দাদি বাড়ি ফিরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়রাও খুঁজতে সহায়তা করেন।
আরও পড়ুন:
প্রায় এক ঘণ্টা পর সাড়ে ৮টার দিকে নদীর পাড়ে ভাসমান অবস্থায় প্রথমে জামিলের মরদেহ দেখা যায়। কিছু দূরেই জুনায়েদের মরদেহও দেখতে পায় পরিবার। পরবর্তী সময়ে তাদের দ্রুত উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
একই পরিবার ও আত্মীয়তার দুই শিশু সন্তান এভাবে অকালমৃত্যুবরণ করায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মানিকগঞ্জ সদর থানার এসআই পুলক কুমার দাস মজুমদার বলেন, ‘ঘটনাটি তদন্ত করে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’





