রাজশাহীতে কাপড়ের দোকানে আগুন, ১৫-২০ লাখ টাকার ক্ষতি

আগুনে ক্ষতিগ্রস্ত কাপড়ের দোকান
আগুনে ক্ষতিগ্রস্ত কাপড়ের দোকান | ছবি: এখন টিভি
0

রাজশাহী নগরীতে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (বুধবার, ৩ ডিসেম্বর) সকালে নগরীর সাহেব বাজারের কাপড় পট্টিতে এ ঘটনা ঘটে। এতে সেখানকার তিনটি দোকানের অন্তত ১৫-২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। উদ্ধার করা হয়েছে ২ কোটি টাকার মালামাল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সহকারী পরিচালক দিদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অমিত ফ্যাশন থেকে আগুন ছড়িয়েছে পাশের দুটি দোকানে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সোয়া নয়টায় দমকল কর্মীরা সেখানে পৌঁছান। দমকল কর্মীদের দুইটি ইউনিট প্রায় ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এসে দেখতে পান ধোঁয়া উঠছে, ধোঁয়া বাড়তে থাকলে আশেপাশে মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ক্রমশ আগুন বাড়তে থাকলে ফায়ার সার্ভিসে ফোন করলে তারা এসে আগুন নেভান। ৩টি দোকানের সব কাপড় পুড়ে শেষ।

এএইচ