আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের শিল্পকলা অ্যাকাডেমিতে স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ ভিউ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
ফারুক ওয়াসিফ বলেন, ‘রাজনৈতিক, সামাজিক কিংবা গণমাধ্যম কোনো জায়গাতেই আমরা সেটা বলতে পারছি না। অভ্যুত্থানে ফ্যাসিবাদি ও খুনি শক্তিকে জীবনের বিনিময়ে প্রতিরোধ করার পর যে ধরনের সাংস্কৃতিক, সাংগঠনিক ও রাজনৈতিক প্রস্তুতি দরকার ছিলো আমাদের মধ্যে সেটি কিন্তু নাই।’
আরও পড়ুন:
এসময় পিআইবি মহাপরিচালক আরও বলেন, ‘গণঅভ্যুত্থানে প্রতিরোধটা যারা করেছিল তারা কিন্তু সমাজের ঐ অর্থে মূল নেতৃত্ব না। মূলকথা অভ্যুত্থানের নেতৃত্ব দেশের রাজনৈতিক শক্তি বিন্যাসের প্রধান নেতৃত্ব না। এই দ্বন্দ্বের কারণেই আজ নানা ধরনের অগোছালো অবস্থা। বৃহৎ শক্তি যারা তারা কিন্তু পুরানা বন্দোবস্তেরই লোক।’
অনলাইন নিউজ পোর্টাল নিউজ ভিউয়ের নির্বাহী সম্পাদক কাজল কাননের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিতি ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাবি, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহম্মেদ, জাতীয় নাগরিক পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু, ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ফারহানা মানিক মুনাসহ সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।





