একনেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬শ' কোটি টাকার প্রকল্প অনুমোদন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবন | ছবি: এখন টিভি
1

জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ হাজার ৬৯৪ কোটি ৭৫ লাখ টাকার প্রকল্প পাশ হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সিটি করপোরেশন এলাকায় সুপেয় পানি সরবরাহে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

আজ (সোমবার, ১ ডিসেম্বর) একনেকের সভায় স্থানীয় সরকার বিভাগের আওতায় ‘নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্প’ অনুমোদন দেয়া হয়।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে সিটি করপোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করবে। চলতি অর্থ বছরে শুরু হয়ে ২০৩১ সালের মধ্যে শেষ হবে এ প্রকল্প।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সূত্রে জানা যায়, এ প্রকল্পের আওতায় রয়েছে-গোদনাইল পানি শোধনাগার বর্ধিতকরণ ও পুনর্বাসন, ২০ কিলোমিটার ট্রান্সমিশন লাইন ও ২৮০ কিলোমিটার ডিস্ট্রিবিউশন লাইন স্থাপন।

এছাড়াও রয়েছে ১৪টি ডিএমএ স্থাপন, নতুন করে ২০টি গভীর নলকূপ ও ২০টি নলকূপ পুনর্বাসন, ৩৫ হাজার হোল্ডিং-এ পানি লাইন ও স্মার্ট মিটার সংযোগ, ২৭টি ওয়াটার এটিএম বুথ স্থাপন, ২৭ কিলোমিটার ড্রেন নির্মাণ ও সংস্কার ৫ হেক্টর ভূমিতে পার্ক, খেলার মাঠ এবং উন্মুক্ত গণপরিসর নির্মাণ।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরবাসীর জন্য টেকসই ও নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত হবে।’

এএইচ