দীনেশ দাস খুলনা জেলার পাইকগাছা উপজেলার পুরাইকাটী গ্রামের গৌর দাসের ছেলে। পরিবারের সদস্যরা জানায় গত ২৬ নভেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
স্থানীয় নৌ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানান, সুরতহাল রিপোর্ট শেষে মৃতদেহটি ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মৃতদেহটি সেখানে ভেসে এসেছে। পচে গলে যাওয়ায় কিভাবে মারা গেছে তার আলামত চিহ্নিত করা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।





