নেত্রকোণায় টেকনিক্যাল শিক্ষার্থীদের বিক্ষোভ ভাঙচুর

টেকনিক্যাল শিক্ষার্থীদের বিক্ষোভ
টেকনিক্যাল শিক্ষার্থীদের বিক্ষোভ | ছবি: সংগৃহীত
1

প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের প্রতিবাদে নেত্রকোণায় ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। আজ (বুধবার, ১৯ নভেম্বর) নেত্রকোণা শহরের রাজুর বাজারের ইনস্টিটিউট অব লাইভস্টক অ্যান্ড টেকনোলজির দরজা জানালা ও সিকিউরিটি গার্ডের রুম ভাঙচুর করেন বিক্ষোভ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান দীর্ঘদিন ধরেই টেকনিক্যালে জেনারেল শিক্ষার্থী নিয়োগ বন্ধসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদানের মত বিভিন্ন কর্মসূচি পালিত হয়ে আসছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দাবি মেনেও নেয়া আশ্বাস দিয়েছিলেন।

কিন্তু মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে ৪৮৩ পদে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরই প্রতিবাদে আজকে নিজস্ব ক্যাম্পাসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচিসহ পালন করে আসছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন:

শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ নীতিমালা ২০২৩ এর সাব-টেকনিক্যাল পদসমূহে একক যোগ্যতা হিসেবে ডিপ্লোমা ইন লাইভস্টক সনদধারীদের অন্তর্ভুক্ত করে নিয়োগবিধিমালা সংশোধনসহ পূর্বের পাঁচ দফা দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি জানিয়েছে অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

এদিকে জেলা প্রশাসকের পক্ষে শিক্ষার্থীদের কথা বলেছেন অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার। নিয়োগ বিজ্ঞপ্তি সংস্কারসহ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন মেনে নেয়ার জন্য একদিনের সময় নিয়েছেন প্রশাসন।

সেজু