বাবুগঞ্জের আগরপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই দেলোয়ার হোসেন জানান, নিহতের নাম রবিউল ইসলাম (৩০)। ছাত্রদলের নেতাকর্মীরা শেখ হাসিনার রায়ের ঘটনায় মিষ্টি বিতরণ করছিল।
এ সময় মিষ্টি খাওয়ানো নিয়ে নিজেদের মধ্যে তর্ক হয়। এর জেরে রবিউলকে ছুরিকাঘাত করে। আহত রবিউলকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।





