ভাঙ্গায় সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

ভাঙ্গায় দুই দলের মধ্যে সংঘর্ষ
ভাঙ্গায় দুই দলের মধ্যে সংঘর্ষ | ছবি: এখন টিভি
0

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ ( রোববার, ১৬ নভেম্বর) সকাল ৮ টায় জেলার ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের সিঙ্গারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুই পক্ষের ৩০ জন লোক আহত হয়েছে। আহতদের ভাঙ্গা ও ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এলাকাবাসী জানায়, সিঙ্গারিয়া গ্রামের মনি মোল্লার দলের সঙ্গে একই গ্রামের আসাদ মেম্বারের দলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মনি মোল্লার দলের বাবুল মোল্লার ছেলের সুন্নতে খাতনা অনুষ্ঠানে জোরে জোরে সাউন্ড বক্স বাজায়। এসময় আসাদ মেম্বারের দলের লোকজন সাউন্ড বক্স আস্তে বাজাতে বলে। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে সাউন্ড বক্স বন্ধ করতে পুলিশকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন:

এ ঘটনার জের ধরে আজ সকালে আসাদ মাতুব্বরের দলের জাফর মাতুব্বরকে মারধর করে দাঁত ভেঙে দেয় মনিমোল্লার লোকজন।

এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে মনি মোল্লার দলের লোকজন ও আসাদ মাতুব্বরের দলের লোকজন দেশি অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করলে এলাকায় রণক্ষেত্র পরিণত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ৩০ জন গ্রামবাসী আহত হয়।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, ‘সিংগারিয়া গ্রামে সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ দেন নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এফএস