স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল জায়ান। একপর্যায়ে ফুটবলটি গড়িয়ে পড়ে পাশের পুকুরে। পরে সেটি আনতে পানিতে নামলে গভীর পানিতে তলিয়ে যায় সে।
কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ‘পুকুর থেকে বল তুলতে গিয়ে শিশুটি পানিতে পড়ে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি।’





