কুষ্টিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে র‌্যালি
ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে র‌্যালি | ছবি: এখন টিভি
0

‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ প্রতিপাদ্যে কুষ্টিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে আলোচনা সভা ও সচেতনতামূলক র‌্যালির মধ্য দিয়ে। আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়াবেটিক হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে শুরু হয় আলোচনা সভা।

কুষ্টিয়া জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন:

বক্তব্য দেন হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. এস. আর. খান, হৃদরোগ বিশেষজ্ঞ ও ড্যাব কুষ্টিয়ার সাধারণ সম্পাদক ডা. নাসিমুল বারী বাপ্পি, এবং কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান টর্লিনসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, বিশ্বব্যাপী ডায়াবেটিসের বিস্তার যেমন বাড়ছে, বাংলাদেশেও তা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তবে নিয়মিত নিয়ন্ত্রণে রাখলে এ রোগ নিয়েও সুস্থ জীবনযাপন সম্ভব। কর্মস্থলে অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত হলেও তা সম্পর্কে অবগত নন উল্লেখ করে বক্তারা সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এএইচ