আজ (সোমবার, ১০ নভেম্বর) দুপুর ২টা থেকে সদর উপজেলা কৃষি অফিসে এ অভিযান শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। পরে উপজেলার বিভিন্ন এলাকায় প্রণোদনা প্রাপ্ত কৃষকের বাড়ি বাড়ি ঘুরে তদন্ত শুরু করে তদন্ত টিম।
তিন সদস্য বিশিষ্ট তদন্ত টিমের নেতৃত্ব দেন দুদকের সমন্বিত কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক বিজন কুমার রায়।
আরও পড়ুন:
তিনি জানান, কৃষি প্রণোদনার আওতায় বেশ কিছু প্রকল্পে মৃত ব্যক্তির নামে প্রকল্প দেয়া ও গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে চার হাজার কৃষককে প্রণোদনা দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে।
জানান, এ তদন্ত টিম উল্লেখ্য কৃষকদের তালিকা সংগ্রহসহ বিভিন্ন নথি সংগ্রহ করেছে। প্রণোদনা পাওয়া কৃষকদের সঙ্গে সরজমিনে কথা বলে তদন্ত শেষ হলে দুর্নীতি দমন কমিশনে রিপোর্ট পাঠানো হবে।





