নিহতরা সকলে মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে। তবে এখনও হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মাঝে চার নারী ও একজন শিশু রয়েছে। সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মেহেদী হাসান জানান, সকালে চট্টগ্রামমুখী একটি মারছা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখি মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত ও ৫ জন আহত। পরে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সেখানে ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।





