আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) বিকেলে ইয়াসির আরশাদ রাজনের সমর্থক জিল্লুর রহমানকে মারপিট এবং মনোনয়ন পরিবর্তনের দাবিতে লালপুর উপজেলা পরিষদের মূল ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে রাজনের সমর্থকরা।
এসময় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর রেল গেট এসে শেষ হয়। এসময় লালপুর-গোপালপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।
আরও পড়ুন:
এসময় বক্তারা বলেন, যে নেত্রী ক্ষমতা পাওয়ার আগেই কর্মীদের রক্তাক্ত করে। এমন নেত্রী লালপুর বাগাতিপাড়া আমরা চাই না। আমরা চাই যে নেতা বিপদে আপদে কর্মীদের পাশে থাকবে তেমন নেতা।
তাই অবিলম্বে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ফারজানা শারমিন পুতুলের পরিবর্তন করে ডা. ইয়াসির আরশাদ রাজনকে মনোনয়ন দেয়ার জন্য তারেক রহমানের কাছে দাবি জানান তারা।





