একটি দল নির্বাচন পিছিয়ে দেয়ার নানা ষড়যন্ত্র করছে: নুরুল ইসলাম

কথা বলছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন
কথা বলছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে একটি দল পিছিয়ে দেয়ার জন্য নানা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রে একটি দল '৭১ কে আড়াল করতে চায়, আরেকটি দল ’২৪ এর গণঅভ্যুত্থানকে আড়াল করতে চায়। আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) বিকেলে নাটোর জেলা যুবদলের আয়োজনে স্থানীয় ভবানীগঞ্জ মোড়ে এক যুব সমাবেশে একথা বলেন তিনি।

নুরুল ইসলাম নয়ন বলেন, ‘যারা বিএনপির সহযোগিতা নিয়ে এই দেশে রাজনীতি করেছে, তারা আজকে হঠাৎ করে উচ্চাভিলাষী হয়েছে। তারা বিএনপিকে দাবিয়ে রেখে ক্ষমতায় বসতে চায়।’

আরও পড়ুন:

এসময় যুবদল নেতা নয়ন অভিযোগ করে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় বিএনপিকে নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে। তাদের সেই অপপ্রচার মোকাবিলা করার জন্য সোশ্যাল মিডিয়ায় নেতা কর্মীদের অ্যাকটিভ হয়ে উপযুক্ত জাবাব দেয়ার নির্দেশও দেন তিনি।’

যুব সমাবেশে নাটোর জেলা যুবদলের সভাপতি এহাই তালুকদার ডালিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মাহামুদ সালেহীন, সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম টিটু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ দিপুসহ অন্যান্যরা।

সেজু