ভৈরবে ট্রেনে হামলার ঘটনায় ১৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা

ভৈরবে ট্রেনে হামলার ছবি; রেলওয়ে থানা
ভৈরবে ট্রেনে হামলার ছবি; রেলওয়ে থানা | ছবি: সংগৃহীত
0

কিশোরগঞ্জের ভৈরবে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনায় ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল (সোমবার, ২৭ অক্টোবর) রাতে স্টেশন মাস্টার ইউছুফ আলী ভৈরব রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন।

গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ভৈরবকে ৬৫তম জেলা ঘোষণার দাবিতে স্থানীয়রা রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেন। 

এসময় পুলিশ ও স্থানীয় প্রশাসন অবরোধকারীদের রেললাইন ছাড়ার অনুরোধ জানালে উত্তেজিত একদল আন্দোলনকারী নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কয়েক মিনিট ধরে পাথর নিক্ষেপ করে। এতে আহত হন একজন। 

আরও পড়ুন:

সেইসঙ্গে ট্রেনের কয়েকটি বগির কাঁচ ভেঙে যায় এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন। পরে আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে উপকূল এক্সপ্রেসকে নিরাপদে ঢাকার উদ্দেশে পাঠান। সেদিন রাতেই রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশক্রমে স্টেশন মাস্টার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। 

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ফাহিম, আরমান ও সাধন নামে তিন জনকে আটক করা হয়েছে।

এসএইচ