আজ (রোববার, ২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের কাছে পিলার থেকে একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আবুল কালাম মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাতে হাঁটছিলেন আবুল কালাম। উপর থেকে নিচে পড়া বিয়ারিং প্যাড তার মাথায় আঘাত হানলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
আরও পড়ুন:
নিহতের শাশুড়ি রিনা বেগম জানান, আবুল কালাম ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন। তিনি নিয়মিত কাজের সূত্রে রাজধানীতে যাতায়াত করতেন। দুপুরে তার মোবাইল নম্বর থেকে অপরিচিত একজন ফোন করে দুর্ঘটনার খবর দেন। পরে তিনি হাসপাতালে গিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন।
তিনি আরও বলেন, ‘আবুল কালামের মা-বাবা অনেক আগেই মারা গেছেন। তিনি স্ত্রী ও দুটি সন্তান নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় থাকতেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। সোহরাওয়ার্দী হাসপাতালে নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। তবে নিহতের মরদেহ কোথায় দাফন করা হবে সেটি এখনো নিশ্চিত করতে পারেনি পরিবার।





