রাঙামাটিতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় শ্রমিক নিহত, আহত ১

মাটি চাপায় নিহত শ্রমিক
মাটি চাপায় নিহত শ্রমিক | ছবি: এখন টিভি
1

রাঙামাটির কাউখালীর বেতবুনিয়ায় পাহাড় কাটার সময় মাটি চাপায় মো. জসিম নামে ১ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও এক শ্রমিক। আজ (শনিবার, ২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার বেতবুনিয়ার পূর্ব সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আউয়ালীন খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুর ঘটনা আড়াল করতে তড়িঘড়ি করে ঐ শ্রমিকের মরদেহ বাড়িতে পৌঁছে দিয়ে দাফনের চেষ্টা চালালে পুলিশ সেখানে বাধা দেয়। এ ব্যাপারে কাউখালী থানায় মামলার প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

নিহত শ্রমিক জসিম উদ্দিন (৩৫), রাঙ্গুনিয়া উপজেলার জঙ্গল পারুয়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে। তবে আহত অপর শ্রমিকের নাম জানা যায়নি।

পুলিশ ও একাধিক সূত্র জানায়, চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পরাগ বড়ুয়া ও তার ম্যানেজার আক্তার হোসেন উপজেলার বেতবুনিয়া পূর্ব সোনাইছড়ি এলাকায় ব্রিজ নির্মাণের পর ব্লকে মাটি দেয়ার জন্য ভেকু মেশিন দিয়ে পাহাড় কেটে ড্রাম ট্রাকে বোঝাই করছিলেন।

এসময় উপর থেকে পাহাড় ভেঙ্গে পড়ে শ্রমিক জসিম উদ্দিন মাটি চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রাউজান জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর ঠিকাদারী প্রতিষ্ঠান ঘটনা আড়াল করতে তড়িঘড়ি করে ঐ শ্রমিকের মরদেহ তার বাড়ি পৌঁছে দিয়ে দাফনের আয়োজন সম্পন্ন করার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে কাউখালী থানা পুলিশ রাঙ্গুনিয়া থেকে জসিমের মরদেহ উদ্ধার করে কাউখালীর থানার অধীনস্থ বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির হেফাজতে নেয়।

কাউখালী থানার ওসি সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় নিহত জসিমের মরদেহ সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান রাউজান হাসপাতাল থেকে তার বাড়িতে নিয়ে দাফন করে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু আমরা খবর পাওয়ার পর মৃতদেহ আমাদের হেফাজতে নিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে কাউখালী থানায় মামলার পক্রিয়া চলছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আউয়ালীন খালেক বলেন, ‘পাহাড় কাটার সময় মাটি চাপায় এক শ্রমিকের মৃত্যু ও এক শ্রমিক আহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেহেতু মাটি কাটার ঘটনা, তাই পরিবেশ অধিদপ্তরের রাঙামাটি উপপরিচালককে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

এএইচ