ভোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে পৌরসভার ৩ ট্রাকে আগুন

আগুনে পুড়ছে পৌরসভার ৩টি ট্রাক
আগুনে পুড়ছে পৌরসভার ৩টি ট্রাক | ছবি: এখন টিভি
1

ভোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে সদর পৌরসভার ৩টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ (শনিবার, ২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে শহরের নতুন বাজারে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

সরেজমিনে, ভোলা সদর পৌরসভার মালামাল বহনকারী ৩টি ট্রাকের ইঞ্জিন আগুনে পুরোপুরি পুরে যাওয়া অবস্থায় রয়েছে এবং ট্রাকের উপর উচ্ছেদের মালামাল রয়েছে। এছাড়া লোকজন যে যার মতো পানি দিয়ে গাড়িগুলোর আগুন নেভানোর চেষ্টা করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল থেকে নতুন বাজারে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করছিল ভোলা পৌরসভা। একপর্যায়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙে মালামাল পৌরসভার লোকজন ট্রাকে তুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

এসময় হটাৎ দুর্বত্তরা পৌরসভার ৩টি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। এর আগে, স্থানীয়রা পানি দিয়ে গাড়িগুলোর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এছাড়া এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা।

পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন স্থানীয়রা |ছবি: এখন টিভি

এসময় ঘটনাস্থলে এসে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ সাংবাদিকদের বলেন, ‘পৌরসভা কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল এবং ৩টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে আছে।

তিনি জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে পৌরসভা থেকে আগে আমাদের জানানো হয়নি। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ভোলা সদর পৌরসভার প্রশাসক মো. মিজানূর রহমান বলেন, নতুন বাজারে মডেল মসজিদের পাশে পৌরসভার নিজস্ব সম্পত্তিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল ব্যবসায়ীরা। জনসাধারণের চলাচলের জন্য সেখান থেকে তাদেরকে চলে যাওয়ার জন্য পূর্বে মাইকিং করে এবং নোটিশ দিয়ে জানানো হয়েছে, কিন্তু তারপরও তারা যাচ্ছিল না। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে উচ্ছেদ অভিযান পরিচালনার শেষ পর্যায়ে মালামাল গাড়িতে তুলে নেওয়ার সময় কে বা কারা পৌরসভার ৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এএইচ