‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্য নিয়ে আজ (বুধবার, ২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও হেলমেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে চালকদের আন্তরিক হতে হবে এবং পথচারীদেরও সচেতন হতে হবে। মোবাইলে কথা বলা, ক্লান্ত অবস্থায় কিংবা অসুস্থ ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ বলেন, ‘স্থানীয় পর্যায়ে চালক ও হেলপারদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে সড়ক নিরাপত্তা জোরদার করা সম্ভব। শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতিগুলো মাসে অন্তত একবার প্রশিক্ষণ আয়োজন করতে পারে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, ট্রাফিক পুলিশের পরিদর্শক শাহাবুদ্দিন মোল্লা এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার।
বক্তারা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে পরিচালিত নিরাপদ সড়ক আন্দোলনের প্রশংসা করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়েও সচেতনতামূলক কর্মসূচি চালু করা প্রয়োজন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মো. ওমর ফারুক, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক।
বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিকেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।





