মৃত খলিল মোল্লা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগরের ছোট ভেটখালী গ্রামের মৃত আক্কাস মোল্লার ছেলে। তিনি প্রায় ৩৫ থেকে ৪০ বছর ধরে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর বন বিভাগের কদমতলা স্টেশন থেকে বৈধ পাস-পারমিট নিয়ে খলিল মোল্লা, আল-আমিন মোড়ল ও নূর হোসেন ছোট একটি নৌকায় করে কাঁকড়া ধরতে যান ফিরিঙ্গি নদীর কুকুমারী এলাকায়। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খলিল মোল্লা। তাকে নিয়ে লোকালয়ে ফেরার পথে তিনি মারা যান। পরে মরদেহ গ্রামে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন:
খলিল মোল্লার সঙ্গী আল-আমিন মোড়ল বলেন, ‘কাঁকড়া ধরার একপর্যায়ে হঠাৎ খলিল চাচা অসুস্থ হয়ে পড়েন। আমি আশপাশের জেলেদের ডাকি। তারা নৌকা নিয়ে আসে, কিন্তু লোকালয়ে ফেরার আগেই তিনি মারা যান।’
বন বিভাগের কদমতলা স্টেশন কর্মকর্তা সোলাইমান হোসেন বলেন, ‘তারা তিনজন বৈধ পাস-পারমিট নিয়ে সুন্দরবনের কাঁকড়া আহরণে গিয়েছিলেন। আজ সকালে পাস-পারমিট জমা দিতে এসে জানিয়েছে, তাদের মধ্যে একজন জেলে স্ট্রোকে মারা গেছেন।’
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাতে জানাজা শেষে খলিল মোল্লার দাফন সম্পন্ন হয়েছে।





