মানিকগঞ্জে মেলায় ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

নিহত রাব্বি
নিহত রাব্বি | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের একটি মেলায় ছুরিকাঘাতে আব্দুল্লাহ ওরফে রাব্বি (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল (শনিবার, ১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পুটাইল ইউনিয়নের ভট্টি কাফাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাব্বি ভট্টি কাফাটিয়া এলাকার সৌদি আরবপ্রবাসী মোহাম্মদ মানিক মিয়ার ছেলে। সে কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিল। দুই ভাইয়ের মধ্যে রাব্বি বড়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় রাব্বি একা মেলায় ঘুরতে যায়। মেলা প্রাঙ্গণে প্রবেশের কিছুক্ষণ পরই দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় রাব্বির বাম পাঁজরে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা।

গুরুতর আহত অবস্থায় মেলা কমিটির সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় সেলিম মিয়ার অটোরিকশায় করে প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

নিহতের মামা হালিম মিয়া বলেন, ‘রাব্বিকে হাসপাতালে নেয়ার পরও আমরা আশা করছিলাম সে বাঁচবে। কিন্তু শেষ পর্যন্ত তাকে হারাতে হলো। কেন বা কারা এমন কাজ করল, আমরা কিছুই জানি না।’

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকেই তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধ বা ব্যক্তিগত শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

ইএ