নিপীড়ন বিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় শিবিরের আলোচনা সভা

শিবিরের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
শিবিরের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার আয়োজনে ৭ অক্টোবর নিপীড়ন বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় অবস্থিত আল-আমিন ট্রাস্টের কনফারেন্স রুমে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা শহর ছাত্র শিবিরের সভাপতি মো. আল মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

আরও পড়ুন:

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, ‘ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর হাতে শহিদ আবরার তার জীবন দেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথাবলার কারণে। এটি নিপীড়নের এক জঘন্য উদাহরণ। এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে ছাত্র সমাজকে সোচ্চার হতে হবে।’

সভাপতি মো. আল মামুন বলেন, ‘নিপীড়ন ও জুলুমের বিরুদ্ধে কথা বলা শুধু অধিকার নয়, দায়িত্বও বটে। ছাত্রশিবির সব সময় নির্যাতিত মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।’ আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ইএ