গ্রেপ্তার সানি জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের করমা গ্রামের বাসিন্দা। তিনি নৌবাহিনীতে বেসরকারি পদে কর্মরত ছিলেন।
র্যাব-১৪ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বদর উদ্দিন সানিদের সঙ্গে চাচাতো ভাই রিকশা চালক খোকন মিয়াদের বিরোধ চলছিল। বিরোধের জেরে গত ৩ অক্টোবর রাতে খোকন মিয়ার উপর অতর্কিত হামলা চালিয়ে হত্যা করে রাতেই নিজের কর্মস্থলে চলে যায় সানি।
আরও পড়ুন:
এ ঘটনায় পরদিন নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদি হয়ে বদর উদ্দিন সানিকে প্রধান আসামি করে ১৩ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করে থানায় মামলা করেন।
হত্যার পর কর্মস্থলে চলে যাওয়া বদর উদ্দিনকে গতকাল সোমবার রাতে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আজ মঙ্গলবার দুপুরে মামলায় গ্রেপ্তার দেখাতে আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।





