ময়মনসিংহে ‘জুলাইযোদ্ধা ও শহিদ পরিবারের’ দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি চলছে

‘জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের’ দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি
‘জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের’ দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি | ছবি: এখন টিভি
0

দৃশ্যমান যেসব ফ্যাসিস্ট ময়মনসিংহে এখনও ঘোরাফেরা করছে তাদের গ্রেপ্তার এবং শহিদ ও আহত পরিবারের নিরাপত্তা না দেয়া পর্যন্ত জুলাইযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা আমরণ অনশনের ডাক দিয়ে শুরু করা অবস্থান কর্মসূচি দ্বিতীয় দিনের মতো চলছে।

গতকাল (রোববার, ৫ অক্টোবর) সকাল থেকে আজ (সোমবার, ৬ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে ও রেঞ্জ ডিআইজি অফিসের কার্যালয়ের সামনে অবস্থান করছেন তারা।

আরও পড়ুন:

উল্লেখ্য, শহিদ ও আহত সেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিপ্লবী জুলাইযোদ্ধা ময়মনসিংহ বিভাগের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

এসএইচ