অবরোধ প্রত্যাহারের পর প্রথমদিনে চট্টগ্রাম ও ঢাকামুখী সড়কে চাপ বেড়েছে পণ্য ও যাত্রীবাহী যানবাহনের। কয়েকদিন সড়কে আটকা পড়া গাড়িগুলো গন্তব্যে পৌঁছেছে। এছাড়াও অভ্যন্তরীণ সড়কগুলোতে বেড়েছে যানবাহনের সংখ্যা।
দুর্গাপূজার উৎসব মিলিত হয়েছ পাহাড়ের সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল রাতে প্রশাসনের আশ্বাসে ও দুর্গাপূজার জন্য অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় জুম্ম ছাত্র জনতা।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর মারমা তরুণী ধর্ষণের ঘটনার পর থেকেই নানা কর্মসূচিতে উত্তাল হয় খাগড়াছড়ি। গুইমারায় সংঘর্ষে প্রাণ হারায় ৩ জন, পুড়িয়ে দেয়া হয় দোকানপাট, বসতঘর। অবরোধ স্থগিত হলেও, আতংক পুরোপুরি কাটেনি পাড়াগুলোতে। এসময় পাহাড়ি বাঙ্গালির সম্প্রীতি বাড়ানো জরুরি বলছেন স্থানীয়রা।





