সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই নারীর মরদেহ হাসপাতালে, খোঁজ নিচ্ছে না পরিবার

মরদেহের প্রতীকী ছবি
মরদেহের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
2

সাতক্ষীরা সদর হাসপাতালে অজ্ঞাতনামা দুই নারীর মরদেহ রাখা হয়েছে। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো এ দুই নারীর কোনো পরিবারের সদস্য দীর্ঘসময় পার হলেও হাসপাতালে উপস্থিত হননি।

গতকাল (সোমবার, ২৯ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুই নারীই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

তবে ঘটনা দুইটি ভিন্ন সময়ে সংঘটিত হয় বলে জানান তিনি।

আরও পড়ুন:

ডা. আসাদুজ্জামান বলেন, ‘সকালে একজন নারীকে হাসপাতালে নিয়ে আসেন পথচারীরা। এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে আরেকজনকে দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। ভোরের দিকে তিনি মারা যান। দীর্ঘসময় পেরিয়েও এখনও কোনো পরিবারের সদস্য হাসপাতালে আসেননি।’

নিহত দুই নারীর একজনের বয়স আনুমানিক ৫০ বছর, অন্যজনের আনুমানিক ৭০ বছর। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এসএস