মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আব্দুর রহিম যোগদানের পর থেকেই নিজের মনগড়া নিয়মে ডিপোর কার্যক্রম পরিচালনা করছেন। বিআরটিএর অনুমতি অনুযায়ী লোড নেয়ার সুযোগ না দিয়ে, তার নির্দেশ অনুযায়ী তেল লোড করতে বাধ্য করা হচ্ছে। এতে অযথা হয়রানি, লাঞ্ছনা এবং দেরি করে লোড দেওয়ার কারণে রাত-বিরাতে বিভিন্ন পাম্পে তেল সরবরাহ করতে হচ্ছে। এছাড়া লোডে শর্ট পড়ার ফলে মালিকরা শ্রমিকদের বেতন থেকে টাকা কাটছেন, যার কারণে তারা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।
আরও পড়ুন:
এ বিষয়ে প্রতিবাদ বা জিজ্ঞাসা করলেই তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন মালিক-শ্রমিকরা । তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ কর্মকর্তার প্রত্যাহার দাবি করেন তারা।
অভিযোগ প্রসঙ্গে সেকেন্ড অফিসার আব্দুর রহিম বলেন, অনেকেই গত ৩ থেকে ৭ বছর ধরে ক্যালিব্রেশন করেননি। আমি কবে থেকে ক্যালিব্রেশন করবেন সে বিষয়ে লিখিত নিয়েছি। হয়তো এজন্যই কেউ কেউ আমার বিরুদ্ধে অভিযোগ তুলছেন।





