এর আগে, এ ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নুরুল হুদা (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে টঙ্গীর বিসিক এলাকায় সাহারা সুপার মার্কেটের পাশে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নির্বাপনের সময় হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটে, যাতে ৪ ফায়ার ফাইটারসহ আরও কয়েকজন দগ্ধ হয়।





