শেরপুর সীমান্তে ভারতীয় মাদকসহ বিভিন্ন প্রসাধনী পণ্য জব্দ

শেরপুর সীমান্ত
শেরপুর সীমান্ত | ছবি : সংগৃহীত
3

শেরপুর সীমান্তে আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ, ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বিজিবি। আজ (শুক্রবার, ২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শেরপুরের শ্রীবর্দী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় মদ, ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ (শুক্রবার, ২৬ সেপ্টেম্বর) ভোররাতে সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি।

আরও পড়ুন:

পরে পরিত্যক্ত অবস্থায় ১৬ বোতল ভারতীয় মদ, ৮৭ বোতল ফেন্সিডিল ১ হাজার ৪৩০ পিস জনসন বেবি শ্যাম্পু, ১ হাজার ৬৮০ পিস পন্ডস ফেসওয়াশ এবং ৯৬০ পিস নিভিয়া সফট ক্রিম জব্দ করতে সক্ষম হয় বিজিবি। তবে চোরাকারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত মাদক ও প্রসাধনী সামগ্রী মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ লাখ টাকা।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান জানান, শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে এবং এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইএ