গত কয়েকদিনে ১১টি ব্যাংক চেকের মাধ্যমে এ টাকা তুলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। দুপুরে শুরু হওয়া এ অভিযান শেষে দুদকের কর্মকর্তারা জানান, বিভিন্ন সময় এভাবে নগদ টাকা তুলে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেছেন সাবেক ভূমিমন্ত্রী।
২০১৭ সাল থেকে ক্লাসিক ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের নামে ৬০০ কোটি টাকা পাচারের তথ্য প্রমাণ পাওয়া গেছে। ভারত, দুবাই হয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আটটি দেশে টাকা পাচার হয়েছে।
আরও পড়ুন:
এ ঘটনায় আজ আরামিটের এজিএম জাহাঙ্গির আলম নামে একজনকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে কতৃপক্ষের দাবি, তারা শ্রমিক কর্মচারিদের বেতন পরিশোধর জন্য এ টাকা রেখেছিলেন।





