সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের চেক দিয়ে নগদ ১ কোটি টাকা টাকা উত্তোলন, এজিএম আটক

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন আরামিট গ্রুপের অফিস থেকে নগদ প্রায় ১ কোটি টাকা উদ্ধার করেছে দুদক। চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় আরামিট গ্রুপের অফিসে তিনটি ভোল্ট থেকে এ টাকা উদ্ধার করা হয়। বিদেশে পাচারের জন্য এ টাকা রাখা হয়েছিল এমন তথ্যের ভিত্তিতে আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) অভিযান চালায় দুদক।

গত কয়েকদিনে ১১টি ব্যাংক চেকের মাধ্যমে এ টাকা তুলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। দুপুরে শুরু হওয়া এ অভিযান শেষে দুদকের কর্মকর্তারা জানান, বিভিন্ন সময় এভাবে নগদ টাকা তুলে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেছেন সাবেক ভূমিমন্ত্রী।

২০১৭ সাল থেকে ক্লাসিক ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের নামে ৬০০ কোটি টাকা পাচারের তথ্য প্রমাণ পাওয়া গেছে। ভারত, দুবাই হয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আটটি দেশে টাকা পাচার হয়েছে।

আরও পড়ুন:

এ ঘটনায় আজ আরামিটের এজিএম জাহাঙ্গির আলম নামে একজনকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে কতৃপক্ষের দাবি, তারা শ্রমিক কর্মচারিদের বেতন পরিশোধর জন্য এ টাকা রেখেছিলেন।

সেজু