ফরিদপুরে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ৪ দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবি আদায়ে মানববন্ধন
৪ দফা দাবি আদায়ে মানববন্ধন | ছবি: এখন টিভি
0

ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে দুটি ইউনিয়ন পুনর্বিন্যাসের প্রতিবাদে ৪ দফা দাবি আদায়ে মানববন্ধন করছে এলাকাবাসী। ফরিদপুরের ভাঙ্গায় আন্দোলনকারীদের নামে ৪টি মামলা প্রত্যাহার, আটকৃতদের মুক্তি, অখণ্ড ভাঙ্গা ও পুলিশের হয়রানির প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় ঘণ্টাব্যাপী ভাঙ্গা সরকারি কে.এম কলেজ মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এসময় আন্দোলনকারী বলেন, আমাদের কেটে নেয়া আলগী এবং হামিরদী ইউনিয়নকে পুনরায় ভাঙ্গার সাথে সংযুক্ত করতে হবে।

আন্দোলনকারীদের নামে ৪টি মামলা দিয়েছে তা প্রত্যাহার করতে হবে, আমাদের আন্দোলনের প্রধান সমন্বয়ক সিদ্দিক চেয়ারম্যানসহ আটকদেরকে মুক্তি দিতে হবে। এছাড়া নিরীহ মানুষকে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে।

আরও পড়ুন:

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ৪৬টি সংসদীয় আসনে পরিবর্তন এনে গেজেট প্রকাশ করেন।

গেজেট অনুযায়ী ফরিদপুর-৪ এর অন্তর্গত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন পাশ্ববর্তী ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) সংসদীয় আসনের সাথে জুড়ে দেয়া হয়েছে।

সেজু