হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান জানান, ডেঙ্গু রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের জন্য হাসপাতালের প্রশাসনিক ভবনের চারতলায় ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড চালুর পাশাপাশি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ভর্তিকৃত রোগীদের সার্বক্ষণিক ফলোআপে রাখা হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক মেডিসিন ওয়ার্ডের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. সেলিম উদ্দিন জানান, আক্রান্তদের বেশির ভাগ জ্বর, বমি, শরীর ব্যথা, পাতলা পায়খানাসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন।
বর্তমানে ভর্তিকৃতদের মধ্যে কোনো জটিল রোগী নেই। তবে ডেঙ্গু শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। দেরি করে হাসপাতালে আসলে জটিলতা বাড়তে পারে।
বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৩৯ জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ৬ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২২ জন।





